শিরোনাম
নরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১১:২৫
নরসিংদীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


রবিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।


আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, আব্দুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্য কান্ত দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ জামেরী হাসান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।


অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন সবার উদ্দেশ্যে বলেন, সরকার প্রথম বারের মতো বিনামূল্যে এই স্মার্ট কার্ড বিতরণ করছেন। এর জন্য কোনো ফি বা পয়সা লাগবে না। আর একে কেন্দ্র করে কেউ যেনো অসদুপায় হাসিলের চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া এই স্মার্ট কার্ডের ব্যবহার বিধি সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com