শিরোনাম
মহাদেবপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ২০:০৮
মহাদেবপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় নাজমুল (৭) নামে দ্বিতীয় শ্রেনীর এক ছাত্র নিহত হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় একঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। চালক সুমন মন্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।


আটক চালক সুমন বগুড়ার আদমদিঘী থানার উৎরাইল গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে।


রবিবার দুপুরে উপজেলার চকগৌরী হাটে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ব্রীজের পশ্চিম পার্শে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল উপজেলার হরষী উজানী গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং চকগৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।


স্থানীয়রা জানান, চকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ১টার দিকে ছুটি হয়। এ সময় নাজমুলসহ ৫/৬ জন ছাত্র এক সঙ্গে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে আসা মহাদেবপুর দ্রুত গতির মিনি ট্রাকটি নাজমুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করলে পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিত শান্ত করে।


এ সময় স্থানীয়রা মোটর সাইকেল যোগে ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক মোটর সাইকেল আরোহীকেও ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/নয়ন/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com