শিরোনাম
আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বিএনপি: হানিফ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৩
আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বিএনপি: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের স্মরণ থাকা উচিত যে ২০০৩ সালে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিনা কারণে ৯০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।


তিনি বলেন, গত দশ বছরেও বিএনপির নয় হাজার নেতা-কর্মীকে কারাগারে যেতে হয়েছে এমন কোনো নজির নেই।


এ সময় হানিফ প্রশ্ন ছুড়ে বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের নাম করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সে সব কর্মকাণ্ডের জন্য কি মামলা ও বিচার হবে না?


কুষ্টিয়া শহরের সৈয়দ মাসউদ রুমী কলেজ মাঠে রবিবার অভিভাবক ও সুধি সমাবেশে যোগ দেয়ার আগে তিনি এ কথা বলেন।


‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য সরকার গায়েবী মামলা করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, আপরাধ করলে আইনের আওতায় এনে তার বিচার হবে এটাই স্বাভাবিক। বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাহলে তারা আইন নিয়ে কথা বলতেই পারে।


তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় তাদের জন্য এমন একটা রাজত্ব তৈরি করা দরকার যেটাকে বলা হবে মগের মুল্লুক। যার যা খুশি করে যাবে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না।


তিনি আরো বলেন, বাংলাদেশে আইন সকলের জন্য সমান। অপরাধ যেই করুক তিনি যত বড়ই নেতা হোক তাকে আইনের আওতায় আনতেই হবে।


এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেনসহ অভিভাবক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com