শিরোনাম
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বোমাসহ গ্রেফতার ৯
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৪:৫৮
সাতক্ষীরায় পুলিশের অভিযানে বোমাসহ গ্রেফতার ৯
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনার অভিযোগে আশাশুনি থানা পুলিশের অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করে।


শনিবার গভীর রাতে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।


থানা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা জে.কে.ডি.এফ শুকুলিয়া দাখিল মাদ্রাসার মাঠে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসাবে নাশকতার পরিকল্পনায় বৈঠক করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথের নেতৃত্বে রবিবার ভোর রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়।


এসময় আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মিয়ারাজ গাজীর ছেলে রেজাউল করিম (৪৯), কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জোহর আলী সানার ছেলে অহিদুজ্জামান (৪৫), প্রতাপনগর গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে আব্দুল মান্নান (৬১), ওয়াজেদ আলী সরদারের ছেলে সোহরাব হোসেন (৫৯), বেউলা গ্রামের সামছুর সরদারের ছেলে খোকন সরদার (৩০), খালিয়া গ্রামের মৃত এলাহী বক্স সানার ছেলে আব্দুস সালাম সানা (৫৮), মানিকখালী গ্রামের নূর আলী গাজীর ছেলে নজরুল গাজী (৪২), দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে আমির হোসেন (৩৮), পাইকগাছা থানার চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে আবদুল গফ্ফার সরদারকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।


পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় নাশকতার মামলা হয়েছে।


অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন এসআই মো. মনজুরুল হাসান, এসআই নয়ন কুমার চৌধুরী, এসআই মো. হাসানুজ্জামান, এসআই নূর ইসলাম, পিএসআই মো. আবদুর রাজ্জাক, এএসআই মো. আনিসুর রহমান, এএসআই মো. ফেরদৌস কবির।


বিবার্তা/শহীদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com