শিরোনাম
জয়পুরহাটে রাস্তা চার লেন কাজের উদ্বোধন
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ০৮:৪৩
জয়পুরহাটে রাস্তা চার লেন কাজের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাট জেলা শহরের যানজট দুর করতে শহরের রেলগেইট এলাকা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার চার লেন কাজের উদ্বোধন করা হয়েছে। ৪৯ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে শহরের প্রধান এ রাস্তার প্রশস্তকরণ কাজ করা হবে।


রবিবার বিকাল ৫টায় রাস্তার এ চার লেন কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।


সড়কের কাজের উদ্বোধন শেষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন- পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সামসুল আলম, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী প্রমুখ।


শহরের এই প্রধান সড়কটি চার লেনে উন্নীত হলে শহরের যানজট অনেকটায় কমে যাবে।


বিবার্তা/শামীম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com