শিরোনাম
নিখোঁজের তিনদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪
নিখোঁজের তিনদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে নিখোঁজের তিনদিন পর কাউছার মিয়ার (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার সন্ধ্যায় শ্বশুর মকসুদ আলীকে সঙ্গে নিয়ে তার দেয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমান বাহুবল উপজেলার সোয়াইয়া হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেন।


নিহত কাউছার শহরতলীর উমেদনগর এলাকার আকল মিয়ার ছেলে। এ ঘটনায় কাউছারের স্ত্রী সুখবানু (২২) থানা হাজতে আটক রয়েছেন।


পুলিশ জানায়, টঙ্গীরঘাট এলাকার মকসুদ আলীর মেয়ে সুখবানুকে কয়েক বছর আগে বিয়ে করেন কাউছার। তাদের ঘরে দু’টি সন্তানও রয়েছে। সম্প্রতি বাবার বাড়ি বেড়াতে যান সুখবানু। মঙ্গলবার শ্বশুরবাড়ি টঙ্গীরঘাট থেকে স্ত্রীকে নিয়ে আসতে গিয়ে কাউছার আর ফিরেননি।


এদিকে সন্তানকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন কাউছারকে খুন করা হয়েছে বলে পুলিশকে জানায়। এরপর শনিবার কাউছারের স্ত্রী সুখবানু ও তার বাবা মকসুদকে আটক করে পুলিশ।


আটকের পর জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাউছার। পরবর্তীতে তারা ফেঁসে যাওয়ার ভয়ে মরদেহটি নিয়ে বাহুবলের সোয়াইয়া হাওরে ফেলে আসেন। এর প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ওই হাওরে গলাকাটা অবস্থায় কাউছারের মরদেহ উদ্ধার করা হয়।


ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com