শিরোনাম
বাবার কিডনিতে সন্তানের নতুন জীবন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫
বাবার কিডনিতে সন্তানের নতুন জীবন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৫ সালে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দশম ব্যাচে ভর্তি হন মেধাবী ছাত্র আল ইমরান। কিন্তু কলেজে ভর্তির সাত মাস পরই হঠাৎ দুটো কিডনিই অকেজো হয়ে যায় ইমরানের। অবশেষে বাবার কিডনিতে সন্তান ফিরে ফেলো নতুন জীবন।


ছেলের এমন অসুখে জমিজমা বিক্রি করে দেশে এবং ভারতের কয়েকটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসা করাতে শুরু করেন বাবা মোশারফ হোসেন। পরিবারের সকল সঞ্চয় মিলিয়ে প্রায় ২৮ লাখ টাকা খরচ করে সন্তানকে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে গিয়ে এখন প্রায় নিঃস্ব তিনি।


মোশারফ হোসেন পেশায় শিক্ষক হওয়ায় সকলেই তাকে মোশারফ স্যার নামেই চেনেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পাবনার চাটমোহর উপজেলার খৈরাশ গ্রামের বাসিন্দা।


অবশেষে জানা যায় ইমরানের প্রয়োজন ছিল কিডনি প্রতিস্থাপন। কুল কিনারা না পেয়ে অবশেষে ৬০ বছর বয়সী বাবা মোশারফ হোসেন জীবনের ঝুঁকি নিয়ে ছেলেকে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন।



অবশেষে গত বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে বাবার শরীর থেকে ছেলের শরীরে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।


আল ইমরানের বড় ভাই ইমরুল কায়েস জানান, এখন বাবা ও ভাই উভয়েই সুস্থ আছেন। আমার বাবা ও ভাই সকলের দোয়া চেয়েছেন।
কায়েস বলেন, এমন বাবা পেয়ে এবং তার মতো মানুষের সন্তান হতে পেরে আমরা নিজেদের সত্যিই অনেক গর্বিত মনে করছি।


বিবার্তা/সাকলাইন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com