শিরোনাম
প্রধানমন্ত্রীর জন্মদিনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪
প্রধানমন্ত্রীর জন্মদিনে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ৫ শতাধিক দুস্থ ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।


শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদীর কলেজ রোডের মালিথা মোড়ে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি কেক কাটা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সেমাই।


দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান লিটন।



খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী। সভায় এসময় বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অব.) এমএ কাদের, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহা আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য সাহেব আলী মেম্বার, সাঁড়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতলেব প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ইমরুল কায়েস দারা।



এসময় উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রহমান ফান্টু মন্ডল, আওয়ামী লীগ নেতা সূর্য প্রামাণিক, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক তুহিন হোসেন, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলী, মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান রাজু, মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক জোয়াদ্দার, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মকিম, মুলাডুলি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কবির মালিথা, মুক্তিযোদ্ধার সন্তান ঐক্যমঞ্চ ঈশ্বরদী শাখার যুগ্ম সম্পাদক আব্দুলাহ আল মতিন হান্নান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, মাজপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান রাজু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, যুবলীগ নেতা নুরুল আহাদ তুষার, মতিউর রহমান পিন্টু, সলিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল আলম আসিফ বিশ্বাস, ঈশ্বরদী পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।


দোয়া মাহফিল ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদী সিদ্দিকীয়া কওমিয়া মাদ্রাসার হাফেজ ওলি উল্লাহ।


বিবার্তা/সাকলাইন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com