শিরোনাম
কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২০
কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে দুধকুমার নদীর ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর গ্রামে নদীর তীরে তারা এই কর্মসূচি পালন করেন।


মানববন্ধনে বক্তব্য দেন ঘোগাদহ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন, বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল মিয়া, আব্দুল আউয়াল ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শামসুল হক প্রমুখ।


বক্তারা বলেন, গত এক মাসে দুধকুমরের ভাঙ্গনে ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর, খামার রসুলপুর, খাড়ুয়ারপাড়, জেলে পাড়া গ্রামের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি ও শত শত হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে রসুলপুর তীর রক্ষা বাঁধসহ পার্শ্ববতী গ্রামের শত শত ঘর-বাড়ি ও ফসলী জমি। অথচ ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বার বার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ এই সব এলাকা পরিদর্শন করতে আসেননি।


ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে জোড় দাবি জানান এলাকাবাসী।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com