শিরোনাম
জমি কেনা-বেঁচায় জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৬
জমি কেনা-বেঁচায় জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জমি কেনা-বেঁচা ও স্থাপনা নির্মাণে কর্তৃপক্ষের পারমিশন জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।


সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার লাতাচাপলী, গঙ্গামতি, চরচাপলী, কাউয়াচর ও সমুদ্র বন্দ্রর এলাকার ১১টিসহ ১৫ মৌজার ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জনগণ এ কর্মসূচির আয়োজন করে।


এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বাকেক মোল্লা। এছাড়া কলাপাড়া ও কুয়াকাটার পৌর কাউন্সিলর, বিনিয়োগকারী, কলাপাড়া দলিল লেখক সমিতির সদস্যরা, আবাসন কোম্পানি ও জমির মালিকসহ পাঁচ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।


বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও পায়রা সমুদ্র বন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহন প্রক্রিয়ায় দীর্ঘ পাঁচ বছরেও কোন সুরাহা না হওয়া এবং প্রকল্প এলাকার জমি কেনা-বেঁচায় ও স্থাপনা নির্মাণে কর্তৃপক্ষের পারমিশন জটিলতা নিরসনের দাবি জানান।


বিবার্তা/উত্তম/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com