শিরোনাম
নাগরপুর-আরিচা সড়কের বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৩
নাগরপুর-আরিচা সড়কের বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার বারাপুষা বেইলি সেতুটি ভেঙে ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন আহত হয়েছে।


বুধবার ভোরে বালুবাহী একটি ট্রাক সেতুটি পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ সময় ওই বালুভর্তি ট্রাকটি সেতু ভেঙে নিচে পড়ে যায়। এর ফলে টাঙ্গাইল-আরিচা ও নাগরপুর সড়ককের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এতে দু’পারের মানুষ চরম দূর্ভোগে পড়েছে।


ভেঙে পড়া ওই সেতুটি সংস্কারের কাজ এখনো শুরু হয়নি। ওই এলাকার মানুষ এখন নৌকার মাধ্যমে পাড়াপাড় হচ্ছেন। সেতুটি দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসীর।


সকালে দুর্ঘটনা কবলিত সেতুটি পরিদর্শন করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন ও নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইন উদ্দিন। সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com