
কুষ্টিয়ায় বিরল আকৃতির জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের কিছুক্ষণ পরই মারা গেছে শিশু দু'টি। মা আরিফা খাতুন সুস্থ আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যমজ শিশু দুটির জন্ম হয়। গাইনী বিভাগের প্রধান ডা. তরুণ কান্তি ঘোষের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেয়া হয়।
তারা আরও জানান, জোড়া লাগানো শিশু দুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক থাকলেও দু'জনের একটি হৃদপিণ্ড ও একটি লিভার রয়েছে।
ডা. তরুণ কান্তি ঘোষ জানান, প্রায় এক মাস আগে কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের আবু তালেবের গর্ভবতী স্ত্রী আরিফা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান আল্ট্রসনোগ্রাফি করতে। টেস্ট করার পর দেখা যায়- আরিফার পেটে জোড়া লাগানো যমজ শিশু রয়েছে। আরো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, শিশু দুটির শরীরে একটি হৃদপিণ্ড ও লিভার রয়েছে।
বিবার্তা/শরীফুল/জহির/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net