শিরোনাম
ফুলবাড়িয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৬, ১৬:১১
ফুলবাড়িয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে জাতীয়করণের দাবিতে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্য ও পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে ৩ সদস্য করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে বাদ দিয়ে একই উপজেলার শেখ ফজিলাতুননেছা নন এমপিওভুক্ত কলেজকে সরকারিকরণ করায় প্রায় দেড় মাস ধরে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। রবিবার আন্দোলনকারীরা মিছিল করলে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ ও ভ্যানচালক সফর আলী নিহত হন।


অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, ফুলবাড়িয়া উপজেলার পরিস্থিতি এখন শান্ত। পুলিশ চারজনকে আটক করেছে। এরা হলেন- জুয়েল মিয়া, নাজমুল, গোলাম ফারুক। বাকি একজনের নাম জানা যায়নি।


এর আগে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজসহ উপজেলা সদরের জুরবাড়িয়া থেকে ভালুকযান পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com