শিরোনাম
উখিয়ায় নারীসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৯
উখিয়ায় নারীসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
উখিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন অপরাধের দায়ে ১ নারীসহ ৩ জনকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার বিকালে উখিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক এই সাজার আদেশ দেন।


দণ্ড প্রাপ্তরা হলেন- বাবা-মা ও স্ত্রী নির্যাতন এবং ভাংচুরের অপরাধে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের আবু তালেবের ছেলে হামিদুল হককে ১ মাসের। ইয়াবা সেবনের অপরাধে উপজেলার পালংখালী ইউনিয়নের জমির হোছনের ছেলে জাহেদ হোছনকে ১ মাসের এবং নাপিতপাড়া এলাকার নিকুঞ্জ শর্মার মেয়ে বানুবালা শর্মাকে (স্বামীর জন্য) মদ পরিবহনের অপরাধে ৭ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মানিক/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com