শিরোনাম
১০ টাকা মূল্যের চাল নিয়ে মহিলা মেম্বারসহ আটক ৩
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২
১০ টাকা মূল্যের চাল নিয়ে মহিলা মেম্বারসহ আটক ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউপির ১, ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সালমা বেগম, তার সহযোগী নাসির হাং ও শারমিন বেগমকে ১০টাকা মূল্যের ৪৮০ কেজি চালসহ আটক করেছে কালকিনি পুলিশ।


শনিবার রাত ১০টার সময় তাদের নিজ বাড়ি আন্ডার চর থেকে চালসহ আটক করে কালকিনি থানায় নিয়ে আসা হয়।


ইউপি মেম্বার সালমা বেগম ও জাহাঙ্গীর হাওলাদারের পৃথক ঘর থেকে এ চাউল উদ্ধার করে জব্দ করা হয়।


মহিলা মেম্বার বলেন, আমি ৮টি কার্ডের চাউল কাউকে না দিয়ে চিকিৎসার জন্য রাখি, জাহাঙ্গীর হাং ও শারমিন বেগমের নিকট বিক্রি করি।


সাহেব রামপুর ইউনিয়নের চেয়ারম্যানকে বারবার মোবাইল করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।


কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।


বিবার্তা/রবিউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com