শিরোনাম
''শেখ হাসিনা শতভাগ ভালো মানুষকে মূল্যায়ন করেন''
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭
''শেখ হাসিনা শতভাগ ভালো মানুষকে মূল্যায়ন করেন''
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, শেখ হাসিনা আমাকে বিশ্বাস করেছেন। গত ১০ বছর কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। যদি তিনি আমাকে মনোনয়ন দেন তবে আপনাদের বিশ্বাস ভঙ্গ করবো না। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে বেঁচে থাকবো। শেখ হাসিনা শতভাগ ভালো মানুষকে মূল্যায়ন করেন। আশা করি আমাকেও তিনি মূল্যায়ন করবেন।


শনিবার বিকালে লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।


মাহবুবে আলম বলেন, শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতুর নির্মাণের সাহস দেখিয়েছিলেন। কিছু কুচক্রি মহলের কারণে পদ্মা সেতু নির্মাণ বন্ধ হতে চলছিল। কিন্তু আজ নিজেদেরই অর্থে নির্মিত হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু।



লৌহজং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন তপনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলর মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) মুক্তিযোদ্ধা আবুল বাশার, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, লৌহজং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ফুকু, টঙ্গীবাড়ী উপজলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু, কনকসার ইউপি চয়ারম্যান আবুল কালাম আজাদ, সানারং টঙ্গীবাড়ি ইউনিয়নর সিনিয়র সাধারণ সম্পাদক স্বপন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান ভুইয়া প্রমুখ।


বিবার্তা/মুন্না/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com