শিরোনাম
করতোয়ার ভাঙনে হুমকির মুখে টুকুরিয়া ইউনিয়ন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৮
করতোয়ার ভাঙনে হুমকির মুখে টুকুরিয়া ইউনিয়ন
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

কমতে শুরু করেছে করতোয়া নদীর পানি। তবে শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউপির বিছনা, সুজারকুঠি, দক্ষিণ দুর্গাপুর গ্রামের সিংহভাগ করতোয়ার নদীগর্ভে চলে গেছে। আবাদী জমি, বসতবাড়ী হারিয়ে শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।


নদীটির ভাঙন না ঠেকালে কয়েক দিনের মধ্যেই টুকুরিয়া ইউনিয়নের আরও ৬ গ্রাম বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল জানান, রংপুর ও দিনাজপুর সীমানায় বয়ে যাওয়া করতোয়া নদীতে উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে। নদীটির নিয়ন্ত্রণ বাঁধে পীরগঞ্জ এলাকার কয়েকটি স্থানে ভেঙ্গে যাওয়ায় টুকুরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম ভাঙ্গনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি কমার সাথে নদীটির পাড় ভেঙ্গে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহারাজপুর থেকে গতিপথ পরিবর্তন করে এক কিলোমিটার উত্তরে সরে এসে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের বিছনা ও দক্ষিণ দূর্গাপুর গ্রামে চলে এসেছে।



ইউপি চেয়ারম্যান বলেন, নদী ভাঙ্গন রোধ করতে না পারলে সুজারকুঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুজারকুঠি উচ্চ বিদ্যালয়সহ পুরো গ্রাম এবং দুধিয়াবড়ী, পারবোয়ালমারী গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। নদী ভাঙ্গনরোধে রংপুর পানি উন্নয়নবোর্ড, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।


বিবার্তা/সোহেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com