শিরোনাম
চাসিকে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদানের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৯
চাসিকে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদানের প্রশিক্ষণ কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জলাতঙ্ক নির্মূলে পাচঁ দিনব্যাপী কুকুরের টিকাদান কার্যক্রমের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১১টায় সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।


স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।


প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার, ডা. তপন কুমার চক্রবর্তী।


প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডা. মো. কামরুল ইসলাম, ডা. সৈয়দ মাহমুদুল্লাহ, এমডিভি সুপারভাইজার ডা. মো. এইচএসএম তারিফ, মীর ইমতিয়াজ সোহান, জিআইএস এক্সপার্ট মো. নুরুল্লাহ, জেলা ইপিআই সুপরিটেন্ডেন্ট মো. হামিদ আলী, চাসিকের ইপিআই সুপারভাইজার মো. আবু সালেহ প্রমুখ।


উল্লেখ্য, প্রথম ধাপে টিকা দেয়া শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে, যা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২য় ধাপে টিকা দেয়া শুরু হবে ২৮ সেপ্টেম্বর। যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রথম ধাপে যে সকল ওয়ার্ডে টিকা দেয়া হবে সে ওয়ার্ড নম্বরগুলো হলো ৭, ১৮, ১২, ১৪, ১৫, ১৬, ১৭, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩৭ ও ৩১। এ কর্মসূচির সার্বিক সমন্বয় সাধন করবেন সিভিল সার্জন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, চসিকের স্বাস্থ্য কর্মকর্তা, এমডিভি কনসালটেন্ট ও সুপারভাইজার এবং স্বাস্থ্য সহকারীরা।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com