শিরোনাম
মুন্সীগঞ্জে সড়কের প্রশস্থতার কাজের ভিত্তিপ্রস্তর কাদেরের
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৮
মুন্সীগঞ্জে সড়কের প্রশস্থতার কাজের ভিত্তিপ্রস্তর কাদেরের
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ সদর হতে গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ১২.৬০ কিলোমিটার সড়কের মান ও প্রশস্থতায় উন্নীতকরণের কাজের ভিত্তিপ্রস্তুর করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে ঢাকা থেকে সড়কপথে কক্সবাজার যাওয়ার সময় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ডে ৮০ কোটি ৫৮ লাখ টাকার এই কাজের ভিত্তিফলক স্থাপন করেন মন্ত্রী।


১২.৬০ কিলোমিটার সড়কের পাশাপাশি নির্মাণ হবে চারটি ব্রীজ ও একটি কালভার্ট। শনিবার থেকে এই সড়কের কাজ শুরু করে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ রয়েছে বলে জানান সড়ক ও জনপথ অধিদফতর।


ভিত্তিফলক উম্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলায়মান দেওয়ান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা প্রমুখ।


বিবার্তা/মুন্না/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com