শিরোনাম
যৌতুক না পেয়ে স্ত্রীকে ইনজকশেন দিয়ে হত্যাচেষ্টা!
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪
যৌতুক না পেয়ে স্ত্রীকে ইনজকশেন দিয়ে হত্যাচেষ্টা!
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধামরাইয়ে যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে মধ্যরাতে নির্যাতনের পর বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই নারীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।


গতরাতে ধামরাই উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, এক বছর পূর্বে দাইরা গ্রামের আতাউর রহমানের মেয়ে রাবেয়া খাতুনের সাথে পাশের গোপালকৃষ্ণপুর গ্রামের আলকাসের পুত্র রাশেদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাবেয়ার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে রাশেদুল ও তার পরিবারের বিভিন্ন দাবি পূরণ করেন। গত কয়েকদিন যাবৎ রাশেদুল নতুন ঘরের ফার্নিচার কেনার জন্য স্ত্রী রাবেয়াকে বাবার বাড়ি থেকে টাকা আনতে (যৌতুক) চাপ দেয়। এতে রাবেয়া রাজি না হওয়ায় গত বৃহস্পতিবা রাতে স্বামী ও তার পরিবারের কয়েক সদস্য মিলে তাকে নির্যাতন করে। রাশেদুল মধ্যরাতে ঘুমন্ত রাবেয়ার গায়ে গরুর চিকিৎসা জন্য আনা ইনজেকশন দেয়! এ সময় রাবেয়ার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আহত রাবেয়াকে উদ্ধার করে।


এ ঘটনায় গৃহবধূ রাবেয়ার পিতা আতাউর রহমান বাদী হয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবহৃত ইনজেকশনে বোতলসহ আলামত উদ্ধার করে।


ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com