
জামালপুরে কমতে শুরু করেছে বন্যার পানি। শুক্রবার সকালে যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি কমে বিপদসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে পানি কমলেও নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
পানি কমতে শুরু করায় ভাঙ্গনের তাণ্ডবলীলা চলছে যমুনার ডান তীরবর্তী এলাকা সাপধরী ইউনিয়নের কাশারী ডোবা, চেঙ্গানিয়া, আকন্দ পাড়া ও মন্ডল পাড়ায়। যমুনার করাল গ্রাসে ইতোধ্যে এসব এলাকার প্রায় ৫০০ পরিবারের বসতভিটা যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙনের হুমকিতে রয়েছে আরো দুই শতাধিক পরিবারের বসতভিটা। বন্যায় তলিয়ে গেছে চরবাসীর রোপা আমন ও মরিচসহ বিভিন্ন আবাদী জমির ফসল। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি ভাঙন কবলিত মানুষ।
নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সাপধরী ইউনিয়নের উত্তর কাশারীডোবা, চেঙ্গানিয়া, আকন্দপাড়া ও মন্ডলপাড়া গ্রামের নদীভাঙ্গা অসহায় পরিবারগুলো গৃহপালিত প্রাণী, বৃদ্ধ ও শিশুসহ দক্ষিণ কাশারীডোবার উচু দুইটি বালুর চরে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাসস্থান, পানি ও খাদ্য সংকটসহ যাতায়াতের রাস্তা না থাকায় তারা চরম দুর্ভোগে রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, কয়েক দিনে বন্যায় ও যমুনা নদীর করাল গ্রাসে প্রায় ৫০০ পরিবারের বসতভিটা যমুনার গর্ভে চলে গেছে। ভাঙন কবলিত মানুষ খুব কষ্টে আছে। জরুরি ভিত্তিতে সরকারের কাছে এসব মানুষের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করছি।
বিবার্তা/হারুনী/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net