শিরোনাম
সাতক্ষীরায় বাম জোটের মিছিল থেকে আটক ৩
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০২
সাতক্ষীরায় বাম জোটের মিছিল থেকে আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল থেকে জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকারসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে। এর আগে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।


আটকৃতরা হলেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, বাসদ সদস্য অ্যাড. খগেনন্দ্রনাথ সরকার ও প্রশান্ত কুমার রায়।


তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ চারদফা দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে জেলা নির্বাচন অফিসের দিকে রওনা হয়।


মিছিলটি বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে মিছিলটি বাঁধা দিয়ে পণ্ড করে দেয়। এ সময় বামগণতান্ত্রিক জোটের মিছিল থেকে পুলিশ উক্ত তিন নেতাকে আটক করে এবং তাদের ব্যানারটিও পুলিশ ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রেসক্লাবের ভিতরে ঢুকে পড়ে।


সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সরকারবিরোধী কর্মকাণ্ড করার অভিযোগে বামগণতান্ত্রিক জোটের তিন জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com