শিরোনাম
লালপুরে রেলের চোরাই তেলসহ আ.লীগ নেতা আটক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৭
লালপুরে রেলের চোরাই তেলসহ আ.লীগ নেতা আটক
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ৫৩০ লিটার রেল ইঞ্জিনের তেল উদ্ধার করা হয়েছে। চুরির অভিযোগে লালপুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।


আটককৃতরা হলো- উপজেলার বাওড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মকবুল হোসেন (৪৮), কালুপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল (৪৪) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৮)। এদের মধ্যে আব্দুল আওয়াল গোপালপুর পৌরসভার ২নং (কালুপাড়া) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ দিন ধরে আজিমনগর রেল স্টেশন এলাকায় রেল ইঞ্জিনের তেল চুরির ঘটনা ঘটছে। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেনের নেতৃত্বে একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালিয়ে তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ৬০০ লিটার পেট্রোল, ২০০ লিটার ডিজেল, ৪০০ লিটার কেরোসিন, ১২০০ লিটার মবিল এবং ১৩০ লিটার মিশ্রিত তেল।


এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা হয়েছে।


বিবার্তা/শুভ/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com