শিরোনাম
হিলিতে ভিজিএফের ১২০ বস্তা চাল আটক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫
হিলিতে ভিজিএফের ১২০ বস্তা চাল আটক
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে ভিজিএফের ১২০ বস্তা চাল আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এই চাল আটক করা হয়েছে।


পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের ৭২৭ ভিজিএফ কার্ডধারী নারীদের মাঝে মাথাপিছু ৩০ কেজি ওজনের চালের বস্তা সরবরাহের কথা ছিলো। নারীদের মাঝে চাল সরবরাহ চলছিলো। এক পর্যায়ে ওই ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রলিতে করে ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল হিলি বাজারে বিক্রির উদ্দ্যশে আনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। পুলিশ চালগুলো উদ্ধার করে। তবে এ ব্যপারে কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে রয়েছে। সময় সাপেক্ষে ভিজিএফের চাল চুরির সাথে জড়িত দোষী ব্যক্তিদের আটক করা হবে।


সংশ্লিষ্ট বোয়ালদার ইউপি চেয়ারম্যান মেফপাহুল জান্নাত চাল চুরির ঘটনা অস্বীকার করেন।


বিবার্তা/শাহী/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com