শিরোনাম
সরিষাবাড়ীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৩
সরিষাবাড়ীতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জবেদা বেগম (৫০) সোমবার সকালে হাসপাতালে গেলে চিকিৎসক সময়মতো না দেখায় তিনি মারা যান।


মৃত্যুর পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক আরিফুল ইসলামের উপর ক্ষিপ্ত হন স্বজনরা। এতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ি গ্রামের বছির উদ্দিনের স্ত্রী জবেদা বেগমকে (৫০) শ্বাসকষ্ট জনিত কারণে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হিসেবে আরিফুল ইসলামের থাকার কথা থাকলেও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বাধ্য হয়ে ভর্তি বা চিকিৎসা ছাড়াই রোগীকে মহিলা ওয়ার্ডে শুইয়ে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিনা চিকিৎসায় জবেদা বেগমের মৃত্যু হয়।


পরে স্বজনদের চিৎকারে আবাসিক মেডিকেল অফিসার ডা. মমতাজ উদ্দিন রাকিব ঘটনাস্থলে গিয়ে মৃত রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় জবেদা বেগমের জামাতা শাহিনুল আলম চিকিৎসকদের চ্যালেঞ্জ করলে ইসিজি করে প্রমাণিত হয় যে রোগী ততক্ষণে মারা গেছেন।


মৃতের জামাতা শাহিনুল ইসলাম অভিযোগ করেন, ‘চিকিৎসকের অবহেলায় তার শাশুড়ির মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক চিকিৎসক উপস্থিত থাকলে এবং তার চিকিৎসা হলে মৃত্যু হতো না। মৃত ব্যক্তিকেই চিকিৎসক অন্যায়ভাবে রেফার্ড করেন।’


তবে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মমতাজ উদ্দিন রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগীকে চেকআপের পর রেফার্ড করা হয়। এর ১০ মিনিট পর ইসিজি করা হয়। এ সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতকে রেফার করা হয়নি।’


সরিষাবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। তবে চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় বলেন, ‘বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে। চিকিৎসক দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বিবার্তা/মনির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com