শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত কাজ করছে: ভারতীয় হাইকমিশনার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত কাজ করছে: ভারতীয় হাইকমিশনার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্ত্যুচূত মানুষকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে ভারত। সেজন্য ইতিমধ্যে রাখাইন রাজ্যে আড়াই শতাধিক বসতবাড়ি নির্মাণ করছে ভারত, যার কাজ প্রায় শেষ। এছাড়া মুংড়ুর কিং সাং নামের গ্রামে ৫০টি বাড়ি ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসব বাড়ি নির্মাণের অর্থ হচ্ছে উৎখাত হওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করা।


সোমবার দুপুরে উখিয়ার বালুখালি-১২ রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা হস্তান্তর তিনি এসব কথা বলেন।


হর্ষবর্ধণ শ্রিংলা বলেন, ভারত বাস্ত্যুচূত মানুষের দুঃখ দূর্দশা বুঝতে পারে। তাদের সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা প্রশংসনীয়। এই বাস্ত্যুচূত মানুষের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের পাশে থাকতে ভারত মানবিক সহায়তা অব্যাহত রাখবে।


তিনি আরো বলেন, ভারত প্রয়োজনের সময় সর্বদা বাংলাদেশের পাশে থেকেছে। আমাদের দু'দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব, শহীদের আত্মত্যাগ কিংবা যে কোনো কৌশলগত সম্পর্কের উর্ধ্বে। বন্ধুত্বের চেতনায় ভারত বাংলাদেশের বোঝা হালকা করতে এগিয়ে এসেছে, ভবিষ্যতেও আসবে।


হাই কমিশনার বলেন, গেল এক বছরে মিয়ানমার থেকে বিতাড়িত হওয়া প্রায় ১০ লাখ মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এই মানবিক আচরন ভারত ও সংশ্লিষ্ঠ সকলের দ্বারা প্রশংসিত হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী বন্ধু ও অংশীদার হিসেবে বাস্তুচূত মানুষের ঢল শুরু হওয়ার মুহুর্ত থেকেই বাংলাদেশের পাশে ছিল ভারত। এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মত বাংলাদেশকে ১ বিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ ত্রান হিসেবে দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাউদ্দিন এবং ভারতের বিদেশ মন্ত্রক যুগ্ম সচিব বিক্রম দোরাইস্বামী প্রমুখ।


অনুষ্ঠান শেষে ২৫০ জন রোহিঙ্গার মধ্যে কেরোসিন তেল ও স্টোভ বিতরণ করা হয়।


বিবার্তা/মানিক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com