শিরোনাম
গড়াই নদীতে শেখ রাসেল সেতু রক্ষার দাবি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০
গড়াই নদীতে শেখ রাসেল সেতু রক্ষার দাবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় গড়াই নদীর উপর সদ্য নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু নদী ভাঙ্গনের কারণে চরম ঝুঁকির মধ্যে পড়েছে। এমনকি স্থানীয় জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ঘরবাড়ি ও জায়গা জমি নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।


নদী ভাঙনের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার সকালে কুষ্টিয়া সদর গড়াই নদীর বাম তীরে মানববন্ধন করেন স্থানীয়রা। উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ ও নদীভাঙ্গন প্রতিরোধ সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে।


পরে আয়োজকরা সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অসম্পূর্ণ ডিজাইনে এই সেতু নির্মাণ করার ফলেই নদী তার গতিপথ পরিবর্তনের সূচনা করেছে। যার অবশম্ভাবি পরিণতি গোটা জনপদটি চরম আকারে বিলুপ্তি! কিন্তু এর সমাধানে পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দায় নিতে রাজি না হওয়ায় ঝুঁকির মাত্রা ক্রমশ বাড়ছে।



চলতি অর্থ বছরের মধ্যে প্রকল্প অনুমোদনসহ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com