শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিক আলাউদ্দীন হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯
সাতক্ষীরায় সাংবাদিক আলাউদ্দীন হত্যার প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যাকারীদের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক জেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।


ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। মাটি ও মানুষের নেতা। আধুনিক সাতক্ষীরার রূপকার। অসহায় নির্যাতীত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন নেতৃত্ব দিয়েছেন আলাউদ্দীন। চোরাকারবারি গডফাদারদের সাথে তিনি কখনো আপোষ করেননি। ২২ বছর ধরে স. ম. আলাউদ্দীন হত্যার বিচারের অপেক্ষায় সাতক্ষীরাবাসী।


কর্মসূচিতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ওয়ার্কার্স পার্টির নেতা ফাহিমুল হক কিসলু, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, আনসার আলী, ইখতিয়ার হোসেন, স. ম. আতিয়ার রহমান প্রমুখ।



উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের কাটারাইফেলের গুলিতে নিহত হন স. ম. আলাউদ্দীন।


বিবার্তা/শহীদুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com