শিরোনাম
ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪
ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তায় পানি বৃদ্ধি অব্যাহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদসহ ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ১২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার ও নুন খাওয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার, ধরলার পানি সেতু পয়েন্টে অন্তত এক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।


এদিকে পানি বাড়তে থাকায় নদ-নদী তীরবর্তী চরের নিম্নাঞ্চলগুলো ডুবতে শুরু করেছে। ইতিমধ্য তলিয়ে গেছে আমনসহ নানা সবজির ক্ষেত। প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা। এমনকি সেসব এলাকার রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষজন।


স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, আরো দুই দিন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com