শিরোনাম
রাজারহাটে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১
রাজারহাটে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে। এটি ভারতে পাচার করা হতো বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। বৃহস্পতিবার তক্ষকটি রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।


পুলিশ জানায়, উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রামের জাহের আলীর বাড়িতে বুধবার রাতে রাঙ্গামাটি থেকে এক ব্যক্তি একটি তক্ষক নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা ওসি মো. মোখলেসুর রহমানের নেতৃত্বে এএসআই লোকমান ও এএসআই মোস্তাকিমুল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তক্ষকের মালিক মহন মারমা পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় তক্ষকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


রাজারহাট থানার ওসি মোখলেসুর রহমান রংপুর চিড়িয়াখানায় খবর দিলে চিড়িয়াখানার অ্যানিম্যাল কেয়ার টেকার (প্রাণী রক্ষণাবেক্ষক) নজরুল ইসলাম রাজারহাট থানায় আসে। পরে বৃহস্পতিবার রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান কোরায়শী লায়লা বীথি, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, রাজারহাট থানার ওসি মো. মোখলেসুর রহমান ও ঘড়িয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার তক্ষকটিকে রংপুর চিড়িয়াখানার অ্যানিম্যাল কেয়ার টেকার নজরুল ইসলাম কাছে হস্তান্তর করেন।



তক্ষকটি দেখতে কালো সাদা লালচে রঙের, ওজন প্রায় আড়াইশ গ্রাম, লম্বায় ১০ ইঞ্চি ও লেজের দিকে ৬টি ডোরা কাটা দাগ রয়েছে। কেয়ার টেকার নজরুল ইসলাম জানান, চিড়িয়াখানায় কোনো তক্ষক নেই। তাই এটি নিয়ে গিয়ে খাঁচায় বন্দী করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।


রাজারহাট থানার ওসি মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি তক্ষক লম্বায় ১৮ ইঞ্চি ও ওজর আড়াইশ গ্রামের উপরে হলে ৩ থেকে ৪ কোটি টাকা মূল্য দিয়ে পাচারকারীরা কিনে নিয়ে পাচার করে। তবে এটির মূল্য এতো না হলেও কোটি টাকার কম হবে না।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com