শিরোনাম
নন্দীগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে ইউএনও
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৮
নন্দীগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে ইউএনও
নন্দীগ্রামে (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দলগাছা গ্রামের দিনমজুর ভূমীহিন বুলু প্রামানিকের আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরমিন আখতার। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি বাড়িটি পরিদর্শন করেন।


এসময় উপজেলা নির্বাহী অফিসার তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে নগদ অর্থ, শুকনা খাবার, কম্বল ও বালিশ বিতরণ করেন। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে নগদ অর্থ বিতরণ করেন।


ওই সময় নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, ইউপি সদস্য আল অমিন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে বুলু প্রামনিকের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com