
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর চালক রবিউলসহ ১৫ জন আহত হয়েছেন। আহত অনান্যরা সকলেই বাস যাত্রী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
বিবার্তা/ছনি/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]