শিরোনাম
সাভারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৩
সাভারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাভারের হেমায়েতপুরে ডিলার নাছির মিয়ার দোকানে আনুষ্ঠানিকভাবে ১০ টাকার চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মঞ্জুরুল আলম রাজীব।


এ সময় ওই এলাকায় প্রায় ৫০০ পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।


এ সময় রাজীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে।


সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিরঞ্জন দাসের সভাপতিত্বে চাল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, দফতর সম্পাদক টিপু সুলতান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ইউপি সদস্য রফিক ও শাহিনুর বেগমসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com