শিরোনাম
প্রতিবন্ধী কলেজছাত্রী মানসুরার জীবন যুদ্ধ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩
প্রতিবন্ধী কলেজছাত্রী মানসুরার জীবন যুদ্ধ
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানসুরা আক্তার একজন শারীরিক প্রতিবন্ধী। ডান পা (হাটুর নীচ থেকে) না নিয়েই জন্মগ্রহণ করে সে।


পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠীর ওদনকাঠী গ্রামের বাসিন্দা মানসুরার বাবা আব্দুল মালেক সিকদার মসজিদের ইমাম ও মা জাহানারা বেগম অন্যের বাসায় কাজ করেন। অতি কষ্টে মানসুরা এসএসসি পাস করে পিরোজপুর তেজদাসকাঠী কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করছে।


চার-ভাইবোনের পরিবারের মধ্যে মানসুরা সবার ছোট। তার বড় ভাই সবেমাত্র মাস্টার্স শেষ করেছে। বড় বোন বিবাহিত। মেঝ ভাই একটি কাপড়ের দোকানে কাজ করে। দোকানে কাজ করা ভাই-ই উপর্জনক্ষম ব্যাক্তি।


মানসুরা জানায়, অনেক কষ্টে ৩ কিলোমিটার হেটে কলেজে যায় সে। একটি কাঠের পা সংযোজন করে চোফেরা করলেও সেটি ভেঙ্গে যাওয়া সে এখন প্রায় অচল। তাই সে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে তাকে একটি কৃত্রিম পা ও বেঁচে থাকার জন্য একটি কাজ দেয়ার।


স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মেয়েটা অনেক কষ্ট করে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আমাদের উচিত ওর পাশে থাকা। ওকে সরকারি ভাবে সহযোগিতা করা হলে ওর জীবনটা পাল্টে যেতে পারে।


বিবার্তা/বশির/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com