শিরোনাম
রংপুর-৩ আসনে খালেকুজ্জামানকে মনোনয়নের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮
রংপুর-৩ আসনে খালেকুজ্জামানকে মনোনয়নের দাবিতে মানববন্ধন
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা চৌধুরী খালেকুজ্জামানকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার নগরীর কাচারী বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।


'আর কোনো ছাড় নয়, সদর আসনে নৌকা চাই' স্লোগানে বৃষ্টিকে উপেক্ষা করে মানববন্ধন করেন স্থানীয়রা।


মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রংপুরের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। অথচ রংপুরের মানুষ সদর আসনে নৌকা প্রতীকের কোনো সাংসদ পাচ্ছে না। ফলে অভিভাবকশূণ্য রংপুর।


বক্তারা আরো বলেন, চৌধুরী খালেকুজ্জামানকে পর পর তিন বার মনোনয়ন দেয়া হলেও মহাজোটের কারণে শেখ হাসিনার নির্দেশকে শ্রদ্ধা করে নমিনেশন তুলে নিয়েছেন। তাই বার বার রংপুর সদর আসনে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠ গুছিয়ে কোনো লাভ হয় নাই; বরং জনপ্রিয়তা তলানিতে ঠেকেও লাঙ্গল জয়ী হচ্ছে নৌকার ভোটে। লাঙ্গল প্রতঅকে হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচিত হয়ে ঢাকায় পার্টির কাজ নিয়ে ব্যস্ত থাকে। রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীর পকেট ভরে। রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করে।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌধুরী খালেকুজ্জামানকে নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করতে শেখ হাসিনার প্রতি আহবান জানান বক্তারা।


মানববন্ধনে রংপুর আওয়ামী ট্যাক্স ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মুকুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রংপুর মহানগরের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম প্রামানিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা প্রফেসর মনোয়ার হোসেন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম লিচু, রংপুর সিটি কর্পোরেশনের আওয়ামী কাউন্সিলর পরিষদের সভাপতি ও ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হীরা, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউর ইসলাম রেজা, রংপুর সদর উপজেলা মহিলা লীগের সভাপতি আরজিনা খাতুন, যুবলীগ নেতা জুয়েল, আল আমিন প্রমুখ।


বিবার্তা/সোহেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com