শিরোনাম
আকিফার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯
আকিফার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা
ফাইল ফটো
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় মা রিনা খাতুনসহ শিশু আকিফাকে ধাক্কা দেয়ার ঘটনায় হত্যা মামলা মঞ্জুর হয়েছে। একই সাথে ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক ও চালকের জামিন বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ আদেশ দেন।


আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আকিফার বাবার দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে একটি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন কাদেরী। কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম মোর্শেদ আবেদনটি মঞ্জুর করেন।


একই সাথে জিআরও শাখার উপ-পরিদর্শক আজাহার আলী জামিনপ্রাপ্ত দুই আসামি বাসের মালিক ও চালকের জামিন বাতিলের আরেকটি আবেদন করেন। ওই আবেদনটিও মঞ্জুর করেন আদালত। তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে একই আদালত সোমবার বাসের মালিক ও চালককে জামিন দিয়েছিলেন।


গত ২৮ আগস্ট গঞ্জেরাজপরিবহনের বাসের ধাক্কায় শহরের চৌড়হাস মোড়ের নয় মাস বয়সী শিশু আকিফা নিহত হয়।


বিবার্তা/শরীফুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com