
আইলা দুর্গত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর থেকে হঠাৎ করেই ভাঙন শুরু হয়।
ইউনিয়নের গাবুরা গ্রামের নজরুল সরদারের বাড়ি থেকে গাবুরা হাটখোলা পর্যন্ত আধা কিলোমিটার পাউবো বাঁধ ইতিমধ্যে কপোতাক্ষ নদীতে ধ্বসে পড়েছে। এতে জনমনে আতংক শুরু হয়েছে।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, দেড় হাজার মানুষ নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিত্বে ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে। নদীর প্রবল স্রোতে ভাঙন ক্রমশ বাড়ছে। ভরা জোয়ারের আগে ক্ষতিগ্রস্থ স্থান বাঁধা না গেলে বিস্তীর্ণ এলাকা তলীয়ে জান মালের ক্ষয় ক্ষতির সম্ভবনা আছে। পাউবো কর্তৃপক্ষকে ইতোপূর্বে বিষয়টি বার বার বলার পরও গড়িমসি করে কোনো কাজ করেনি।
পাউবো সেকশন অফিসার এসও মাসুদ রানা বলেন, স্থানীয়দের সহায়তায় ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তহবিল পেলে পুরাদমে কাজ শুরু হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে।
বিবার্তা/শহীদুল/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net