শিরোনাম
চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ৭
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৮
চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ৭
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহতরা সবাই লেগুনার যাত্রী।


উপজেলার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ নুরুদ্দিন বলেন, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- লেগুনার চালক চট্টগ্রামের আদুনগর এলাকার খাইর আহমদ (৩২), হারবাং এলাকার জহির আহমদ (৩০) ও হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭)। বাকিদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয়দের বরাতে এসআই বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী স্টার লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।


পরে চকরিয়ার ইউনিক হাসপাতালে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।


নিহতদের মরদেহ চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। লেগুনার বাকি আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। একই ঘটনায় স্টার লাইন বাসের ১০-১৫ যাত্রী কম বেশি আহত হয়েছেন। তাদেরকেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে স্টার লাইন পরিবহনের বাস ও লেগুনা জব্দ করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com