শিরোনাম
সাগরে ট্রলার ডুবি, ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০
সাগরে ট্রলার ডুবি, ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৩
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মংলা ফেয়ারওয়ের অদূরে বঙ্গোপসাগরে একটি বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া ট্রলারের ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। সোমবার সকালে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন তিন জেলে।


সোমবার সন্ধ্যায় নোবাহিনীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডুবে যাওয়ার খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ তুরাগ ট্রলারটিকে উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে। ৯ জেলেকে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করেন বাহিনীর সদস্যরা।


স্বাধীন-৩ নামে ওই ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিল। নিখোঁজ ৩ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ তুরাগ নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।


এছাড়া উদ্ধার তৎপরতাকে জোরদার করার লক্ষ্যে মংলা থেকে আরও দুটি নৌবাহিনী জাহাজ মেঘনা ও নিশান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।


উদ্ধারকৃত জেলেরা হলেন- মো. হানিফ (৪০), আবুল কালাম (৪২), জাকির হোসেন (৪৭), সুজন (২৮), রুবেল (২৮), মুসা (২২), জাকারিয়া (১৬), কবির (৪২) এবং মনির (২০)।


এরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা থানার কাতারতলী গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের নৌবাহিনীর মেডিকেল টিম কর্তৃক জাহাজ তুরাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা নৌবাহিনীর জাহাজে অবস্থান করছে।


উল্লেখ্য, স্বাধীন-৩ নামে ট্রলারটি পাথরঘাটা থেকে এসে গভীর সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। সোমবার ভোরে বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ট্রলারটি উল্টে যায়। নৌবাহিনী জাহাজ তুরাগ গভীর সমুদ্রে টহলকালে উল্টে যাওয়া ট্রলার ধরে ভেসে থাকা অবস্থায় জেলেদের উদ্ধার করে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com