শিরোনাম
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবিতে নড়াইলে মানববন্ধন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের দাবিতে নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সোমবার জেলা প্রেসক্লাবের সামনে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা্


বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি সৈয়দ মাহবুব আলী, সাধারণ সম্পাদক কিশোর কুমার গোস্বামী, শিক্ষিকা ফেরদৌসী খান, কাকলী রানী দাস, নাজনীন নাহার প্রমুখ।


বক্তারা বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সকল শর্ত পূরণ করা হলেও সারাদেশে ৪ হাজার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় নেয়া হয়নি। অনেক অযোগ্য স্কুল জাতীয়করণ করা হয়েছে। অথচ প্রাথমিক অনুমতিপ্রাপ্ত এবং জাতীয়করণের সকল শর্ত পূরণ করার পরও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। যার ফলে এসব বিদ্যালয়ের শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।


মানবিক দিক বিবেচনা করে বিদ্যালয়গুলো জাতীয়করনের জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।


মানববন্ধনে নড়াইল জেলার জাতীয়করণ থেকে বঞ্চিত ১১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


বিবার্তা/শরিফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com