
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের সাত দিন পর দিনমজুর নুর মোহাম্মদ মালুর (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে নিজ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে পূর্ব কুরুষা ফেরুষা গ্রামের একটি পুকুর পাড়ে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দিনমজুরনুর মোহাম্মদ মালু উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর বেলা ওই গ্রামের রাশিদা নামের এক গৃহবধূ পুকুর পাড়ের গর্তের পাশে ছাগল বাঁধতে গিয়ে পঁচা দুর্গন্ধ অনুভব করেন। কারণ খুঁজতে গিয়ে মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে দিনমজুর নুর মোহাম্মদের লাশ শনাক্ত করে।
স্থানীয় নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বর আলী মুসা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, মৃত ব্যক্তি মানসিক রোগী। তিনি গত সাত দিন ধরে নিখোঁজ ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/নয়ন/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net