শিরোনাম
এসএম সুলতানের জন্ম জয়ন্তী উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৫
এসএম সুলতানের জন্ম জয়ন্তী উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চিত্রা নদীতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এসএম সুলতানের বাড়ির ঘাট থেকে শুরু হয়ে রূপগঞ্জ বাধাঁঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এ প্রতিযোগিতায় বড় গ্রুপে ১৯ এবং ছোট গ্রুপে ১৮ জন মোট ২টি গ্রুপে ৩৭ জন সাঁতারু অংশগ্রহণ করেন।


বড় গ্রুপে প্রথম হয়েছে মো. রানা, দ্বিতীয় মো. আজিজুল ইসলাম ও তৃতীয় হয়েছে মো. ইমন এবং ছোট গ্রুপে প্রথম হয়েছে মো. নূর ইসলাম, দ্বিতীয় হয়েছে পিন্টু এবং তৃতীয় স্থান হয়েছে মো. আজমীর হোসেন।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাসানুজামান, আইয়ুব খান বুলু, রওশন আরা লিলি, সাঁতার পরিষদের সাধারণ সম্পাদক শেখ শাহারিয়ার পারভেজ উজ্জ্বল, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বেগম রাবেয়া ইউসুফ, শিক্ষাবিদ ইউসুফ আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com