শিরোনাম
উত্তাল বঙ্গোপসাগর, ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৭
উত্তাল বঙ্গোপসাগর, ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। গভীর সমুদ্রে টিকতে না পেরে মাছ ধরা বন্ধ করে প্রায় হাজার খানেক ট্রলার তীরে এসে আশ্রয় নিয়েছে। অনেক জেলে ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার অব্যাহত রাখলেও ফিরে আসছেন অনেকেই।


বৃস্পতিবার সকাল থেকে উপজেলার শিববাড়িয়া নদীতে মৎস্যবন্দর আলীপুর-মহিপুর আড়ৎ ঘটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার আশ্রয় নেয়। তবে উত্তাল ঢেউয়ের তোরে জোরার বয়া এলাকায় এফবি ইলিয়াস ট্রলারটি নিমজ্জিত হয়। তাতে থাকা সাত জনকে উদ্বার করা গেলেও এখনও ছয় জেলে নিখোঁজ রয়েছেন। ওই রাতেই আরেকটি মাছ ধরার ট্রলার ১৬ জেলে নিয়ে সুন্দরবন সংলগ্ন সমুদ্রে ডুবে যায়। ওই জেলেদের উদ্ধার করা গেলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।



জেলেরা জানান, গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো উপকূলে এসে আশ্রয় নিয়েছে। তবে এখনও কিছু মাছ ধরার ট্রলার তীরে এসে পৌঁছাতে পারেনি। জেলেরা বরফ, তেল ও দৈনন্দিন বাজার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলেও বৈরী আবহাওয়ার কারণে তাদের ফিরে আসতে হয়েছে।



এদিকে আবহাওয়া অধিদপ্তর ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।


বিবার্তা/উত্তম/কামরুল


<<সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com