শিরোনাম
ধামরাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৫
ধামরাইয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধামরাইয়ে এক গৃহবধূকে অপহরণের পর ইটভাটায় নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।


বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইটভাটার মালিক হাজী মো. হযরত আলীকে আটক করেছে পুলিশ।


ইটভাটা থেকে উদ্ধারকৃত ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করতে নেয়ার পথে ভ্যান থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।


আশুলিয়ার নযারহাট এলাকার শ্রমিক লীগ নেতা মো. মাসুদুর রহমান জানান, ধামরাই থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে নয়ারহাট আল মদিনা হোটেলের সামনে গাড়ি রেখে খাওয়ার জন্য হোটেলের ভেতর ঢুকে। এরই মধ্যে ভিকটিমকে পাওয়া যাচ্ছে না বলে তারা চিৎকার করে দৌড়াতে থাকে।


প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুর রহিম নামে একজন নিজেকে ধামরাই থানার পুলিশ কনস্টেবল পরিচয় দিয়ে তাদের বলেছে গাড়ি থেকে গণধর্ষণের শিকার এক নারী উধাও হয়েছে। ভ্যানে ভিকটিমকে একজন নারী কনস্টেবলের কাছে রেখে সে এবং এক পুলিশ কর্মকর্তা হোটেলে খাওয়ার জন্য যান। এ সময় নারী কনস্টেবলকে ফাঁকি দিয়ে ভিকটিম পালিয়ে যায়।


জানতে চাইলে ধামরাই থানার ওসি (অপারেশন) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সে পুলিশের গাড়ি থেকে আদৌ পালিয়েছে কিনা, তা জানা নেই। যোগাযোগ করে দেখি তারপর বলতে পারব।


এদিকে গণধর্ষণের অভিযোগে পুলিশের কাছে আটক বাথুলী এসডি ইটভাটার মালিক হাজী মো. হযরত আলী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, যে সময়ে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, সে সময় আমি ঢাকার ধানমণ্ডি এলাকায় ব্যক্তিগত কাজে ছিলাম। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com