শিরোনাম
রাজশাহীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ২০:২৯
রাজশাহীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।



মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, স্টুডেন্ট ক্যাবিনেট প্রধান শাকিবুল ইসলাম, সদস্য জান্নাতুল মাওয়া, নওশিন জাহান ছাড়াও নির্যাতিত ওই ছাত্রীটির পরিবারের সদস্যরা অংশ নেন।এ সময় তারা অভিযুক্ত আবদুল হান্নান মোল্লার দ্রুত গ্রেফতার দাবি করেন।



উপজেলার বেঙগাড়ি গ্রামের নির্যাতিত ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ঢাকায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গত ৩ সেপ্টেম্বর আবদুল হান্নান মোল্লা (৪৫) ওই ছাত্রীকে বাড়ি থেকে নিয়ে যায়। ঢাকায় না গিয়ে তিনি ছাত্রীটিকে নিয়ে একই উপজেলার মিলিকবাঘা গ্রামে বানেরা বেগম নামে এক নারীর বাড়িতে ওঠেন। সেখানে তাকে পাঁচদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। ছাত্রীটি ৭ সেপ্টেম্বর কৌঁশলে সেখান থেকে পালিয়ে থানায় হাজির হয়। পরে পুলিশ ছাত্রীটির পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ছাত্রীটির মা থানায় হাজির হয়ে আব্দুল হান্নান ও বানেরা বেগমের নামে ধর্ষণ মামলা করেন। এ মামলায় পুলিশ বানেরা বেগমকে গ্রেফতার করতে পারলেও প্রধান আসামি আবদুল হান্নানকে গ্রেফতার করতে পারেনি।



মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবদুল হান্নানকে গ্রেফতারের চেষ্টা চলছে।



বিবার্তা/রিমন/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com