শিরোনাম
নলডাঙ্গায় ঔষধ সরবরাহ বন্ধ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩০
নলডাঙ্গায় ঔষধ সরবরাহ বন্ধ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার নলডাঙ্গায় ঔষধ ব্যবসায়ী সমিতি ও ঔষধ কোম্পানীর দ্বন্দ্বের জেরে প্রায় এক সপ্তাহ ধরে ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ঔষধ সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন রোগীরা।


নলডাঙ্গা ঔষধ ব্যবসায়ী সমিতির অভিযোগ, সাদুল্যাপুর জোনের একমি কোম্পানীর রিপ্রেজেনটিভ রাশেদুল ইসলাম প্রায়ই ঔষধ ব্যবসায়ী ও কেমিষ্টদের সাথে কারণে অকারণে অসদাচরণ করেন। তার এহেন আচরণে দীর্ঘদিন থেকে ঔষধ ব্যবসায়ীদের বিরোধ চলে আসছিল।


এরই জের ধরে সম্পতি এক ঔষধ ব্যবসায়ীর সাথে তার চরম বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাশেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে কেমিষ্ট ও ঔষধ ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালাগালি করে। ঘটনাটি ঔষধ ব্যবসায়ীদের মধ্য জানাজানি হলে সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এক জরুরি সভার আহবান করেন। সভায় সমিতির সবাই ওই রিপ্রেজনটিভের আচরণের প্রতিবাদ জানান। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


একই সাথে সব প্রকার ঔষধের অর্ডার কাটা বন্ধের সিদ্ধান্ত নেয় নলডাঙ্গা ঔষধ ব্যবসায়ী সমিতি।


এদিকে রিপ্রেজেনটিভ রাশেদুল ইসলাম বিষয়টি সাদল্যাপুর উপজেলা ফারিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি রওশন জামিলকে জানান। সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।


তবে আনীত অভিযোগ ফারিয়া সভাপতি রওশন জামিল অস্বীকার করছেন।


এ প্রসঙ্গে জানতে রিপ্রেজেনটিভ রাশেদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com