শিরোনাম
ছাড়া পাওয়ার পর ফের আটক হত্যা মামলার আসামি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪
ছাড়া পাওয়ার পর ফের আটক হত্যা মামলার আসামি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রেফতারের পর ছেড়ে দিয়ে চার ঘন্টার মাথায় ফের আটক করা হয়েছে সাতক্ষীরার হত্যা মামলার আসামি জামালউদ্দিনকে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


সোমবার সন্ধ্যায় তলুইগাছার মাহাবুবার রহমান হত্যা মামলার পলাতক আসামি জামালউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু তদবিরের মুখে তাকে ২০ ঘন্টা পর সাতক্ষীরা সদর থানা থেকে ছেড়ে দেয়া হয়।


পুলিশ জানায়, থানায় সার্চিং দিয়ে তার বিরুদ্ধে কোনো মামলা পাওয়া যায়নি। তাকে ভুল তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল।


তবে মামলার বাদি নিহতের ভাই অ্যাড. জিল্লুর রহমান বলেন, মামলা সংক্রান্ত সকল কাগজপত্র এমনকি ১৬৪ ধারার জবানবন্দিও জমা দেয়া হয়েছে পুলিশের কাছে।


এদিকে সাতক্ষীরার কুখ্যাত চোরাচালানি বিপুল ও বাঁশদহা ইউপি সদস্য আবদুস সামাদের তদবিরে বহু টাকার বিনিময়ে জামালউদ্দিনকে মঙ্গলবার ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পুলিশ রাতে ফের জামালউদ্দিনকে আটক করেছে।


২০০১ সালের ৪ নভেম্বর সদর উপজেলার তলুইগাছার খড় বিলের ঘেরে নৃশংসভাবে খুন হন মাহাবুবার রহমান। ১৭ বছর আগের এ মামলার আসামি জামালউদ্দিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি বাড়ি ফিরলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ মামলার আরো তিন আসামি এখনো পলাতক।


বিবার্তা/শহিদুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com