
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে দোহা থেকে চট্টগ্রামমুখী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ওই ব্যাগটি আসে বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান।
তিনি বলেন, সকালে স্ক্যানিংয়ের সময় ব্যাগটিতে সন্দেহজনক কিছু ধরা পড়ে। মালিক না পাওয়ায় বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়। এসময় ব্যাগে থাকা ব্যাটারির চার্জারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৩টি সোনার বারের সন্ধান পাওয়া যায়।
মাহবুবুর রহমান বলেন, জব্দ করা সোনার বারের আনুমানিক ওজন দেড় কেজি এবং মূল্য ৬৫ লাখ টাকা হবে।
বিবার্তা/শান্ত/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net