শিরোনাম
মহাসড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪
মহাসড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় (বগুড়া-নাটোর) মহাসড়কে জায়গা দখল করে এ মার্কেট নির্মাণ করা হচ্ছে।


মঙ্গলবার সকালে সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কুস্তা গ্রামের আজিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন রনবাঘা মৌজার ৬ শতক মহাসড়কের মূল্যবান জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে।


তারা আরো জানান, জায়গাটি সড়ক ও জনপদ অধিদফতর বগুড়ার অধিগ্রহণকৃত ওই জায়গা অধিগ্রহণের জন্য তারা টাকাও উত্তোলন করেছে। এরপরেও সেই জায়গায় কিভাবে মার্কেট নির্মাণ করছে তারা? এমন প্রশ্ন স্থানীয়দের।


জুলাই মাসে প্রথম সপ্তাহে বিষয়টি বগুড়া সড়ক ও জনপদ অধিদফতর কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা ওই মার্কেটের নির্মাণ বন্ধ করে দেয়।


এরপর রনবাঘা গ্রামের আতাউর রহমান সড়ক ও জনপদ অধিদফতর বগুড়ার নির্বাহী প্রকৌশলী বরাবরে অধিগ্রহণকৃত জায়গার সীমানা নির্ধারণের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপদ অধিদফতর বগুড়ার সার্ভেয়ার দেলোয়ার হোসেন সরেজমিন এসে উক্ত জায়গা জরিপ করে। জরিপে ৬ শতক জায়গা মহাসড়কের অধিগ্রহণকৃত হিসেবে গণ্য করা হয়।


সড়ক ও জনপদ অধিদফতর বগুড়ার সার্ভেয়ার দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই জায়গা মূলত মহাসড়কের অধিগ্রহণকৃত। তা কখনোই মালিকানা নয়। তিনি আরো বলেন, আমি নিজে তা জরিপ করে দেখে মার্কেট নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলেছি। তারপরেও সে জোরপূর্বক মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।


মার্কেট নির্মাণকারী শরিফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এই জায়গা আমার পৈতৃক সম্পত্তি। যার কাগজপত্রও রয়েছে। তাই মার্কেট নির্মাণ করছি।


এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদফতর বগুড়ার নির্বাহী প্রকৌশলীর আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহাসড়কের জায়গা জবরদখল করে মার্কেট নির্মাণ করলে তা যথারীতি উচ্ছেদ করে দেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com