শিরোনাম
গাইবান্ধায় আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩
গাইবান্ধায় আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘অধিকার ও সংস্কৃতি রক্ষায়, আদিবাসী-বাঙালি যুব মিলি একতায়’ এই স্লোগান নিয়ে আদিবাসী যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহযোগিতায় মিলনমেলা উদযাপন কমিটি ও অবলন্বন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মেলার আয়োজন করে।


প্রিসিলা মুর্মুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সাদুল্যাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।


এ সময় সুলতানা কামাল বলেন, সকল বৈষম্য মানুষের সৃষ্টি। প্রকৃতি বা সৃষ্টিকর্তা বৈষম্য তৈরি করেনি। আমরা মানুষের তৈরি বৈষম্য দূর করতে চাই। এজন্য সকল ধর্ম, বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে হবে।


বিবার্তা/তোফায়েল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com